মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

আপনার মোবাইলফোনে যুক্ত করুন ‘কম্পাস’ !!

আপনার মোবাইলফোনে যুক্ত করুন ‘কম্পাস’ !!

লিখেছেনঃ bissanath roy, rosulpur news
Compass 4.1 ->

কম্পাস” – নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন এর কাজ কী?

আপনারা নিশ্চই পকেটে কম্পাস নিয়ে বাড়ি থেকে বের হন’না। কিন্তু এমন যদি হয় যে আপনার মোবাইল ফোন কম্পাসের কাজ করবে? হ্যা’ আজকে আপনার মোবাইল ফোনের জন্য এমনই একটি অ্যাপের লিংক শেয়ার করবো যেটি আপনাকে north pole নির্দেশ করবে।


ডাউনলোডবিধিঃ

* লিংকে ক্লিক করার পরে নতুন খোলা পেজে আপনি আপনার মোবাইলের ব্রান্ড এবং মডেল নম্বর সংশ্লিষ্ট ঘরে নির্বাচন করুন।

* এরপর ডাউনলোডে ক্লিক করে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করুন। (JavaScript & Images loading option must be enabled)

অতিরিক্ত সংযোজনঃ

*License : Freeware

* Price : Free

*System : Java, Android

*Publisher: qcontinuum.org

ডাউনলোড লিংকঃ

*লিংক ১

*লিংক ২

ব্যাবহার প্রনালীঃ

* Application চালু করার পর সেটি আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে। ঘাবড়াবেন না, কঠিন কিছু নয় বা আপনার নিকট ডিরেকশন চাইবে না। স্রেফ সাধারণ কিছু তথ্য যেমনঃ আপনি ডে লাইট সেভিংসে কি’না এমন দু’একটি প্রশ্ন।

* তথ্যগুলো সঠিক ভাবে দেবার পর আপনার হাতে থাকা ফোনের পর্দায় কম্পাসের চিত্র ভেসে উঠবে।

* দ্বিতীয় লিংকে থাকা app চালাতে ইন্টারনেট সংযোগের প্রয়জন পড়বে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন