পূজা করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের
অদ্ভুত উদ্ভিদকে
ফিরোজ
আমিন সরকার, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি
শনিবার সকালে রসুলপুর গ্রামের শ্রী প্রসাদের বাড়ির পাশের কেটে ফেলা বাঁশঝাড়ের মূড়া তুলতে গিয়ে রেখা রানীর (১৩) নজরে পড়ে গাছটি। পরে গৃহকর্তী মাঠুরী রানী ঘর নিয়ে প্রদীপ আর ধুপ পূজা করেন। খবর দ্রুত ছড়িয়ে পড়লে উদ্ভিদটি দেখতে এলাকার লোকজন ভিড় করতে শুরু করে মাঠুরীর বাড়িতে। দিন দিন বাড়ছে, ততই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।
সেই দেবতার হাতকে তুষ্ট করতে এলাকার হাজারো মানুষ পূজা আর দণিা দিতে শুরু করেছে।
বুধবার উদ্ভিদটিকে পূজা করতে একটি মন্দির তৈরি করা হয়।
বালিয়াডাঙ্গী থেকে আসা হরিকৃষ্ণ জানান, গাছের কথা শুনে এখানে এসেছি। ভক্তি করলাম।
ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল গফ্ফার বাংলানিউজকে বলেন, ‘অনুমান করা হচ্ছে যে এটা বাঁশ গাছেরই অংশ। কোনও কারণে সেটা হাতের পঞ্জার আকার ধারণ করেছে।’
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন