শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

মোবাইল দিয়ে পুরো কম্পিউটার নিয়ন্ত্রন করুন।


মোবাইল দিয়ে পুরো কম্পিউটার নিয়ন্ত্রন করুন


লিখেছেনঃ bissanath roy

কেমন আছেন সবাই ভাল তো?

আজকের সফ্টওয়্যার এবং বিষয় হল
কি ভাবে মোবাইল এর ব্লুটুথ বা ওয়াইফাই ব্যাবহার করে মোবাইলের স্কিনের মাঝে কম্পিউটার এর সম্পূর্ণ স্কিন বা মনিটর কে নিয়ে আসা যায়,এবং আপনি মাউস দিয়ে যে ভাবে কাজ করেন বা যে কোন কাজ সমাধা করেন ঠিক সে ভাবে যে কোন কাজ সমাধান করতে পারবেন আপনার ব্লুটুথ বা ওয়াইফাই সাপোর্ট করা যে কোন হ্যান্ড সেট দিয়ে মোবাইল স্কিনে পিসি স্কিন বা মনিটর প্রদর্শন করে।
নিয়ে বিষদ বিবরণ আমি দিচ্ছি না,কারন আমি লিখতে গেলে মনে হয় অনেক বড় হয়ে যাবে আমার ব্লগ টি আর খামাখা লিখে লিখে কি লাব,তার ছেয়ে ভাল হয় চলুন আপনাদের কে স্কিন
সর্ট গুল দেখিয়ে দেই, সর্ট গুল দেখলেই এর ব্যাবহার কি কি করতে পারবেন আপনারা নিজ
থেকেই বুজে যাবেন।
এবং সব মিলিয়ে সহজ ভাবে বলছি ধরুন আপনি কারো সাথে চ্যাট করছেন ফেইসবুক বা অন্য কোন সফটওয়্যারে কম্পিউটার থেকে,এখন চ্যাট কারীর প্রতিউত্তর করার জন্য/বা চ্যাট লোগো দেখার জন্য অবশ্যই আপনাকে আপনার কম্পিউটার স্কিন দেখে তার প্রতি উত্তর করতে হবে >> আর এই সফ্টওয়্যার টির মাধ্যমে আপনি সেটা দেখতে প্রতি উত্তর করতে পারবেন মোবাইলের মাধ্যমে আপনার ব্লুটুথ বা ওয়াইফাই এরিয়া/রেঞ্জ যত টুকু কাভার করে

তার ভিতর থেকে + যে কোন ফাইল ওপেন করা,ডিলেট করা,মিউজিক প্লে করা,নেট ব্রাউজিং করা কোন ডকুমেন্ট তৈরী,করা পিসি সার্ট ডাউন করা থেকে সব কিছু সব কিছু করা সম্ভব উহাতে

প্রথমে সফ্টওয়্যার টি ইনস্টল করে নেন আপনার সিস্টেমে, তারপর রেজিষ্ট্রেশন এন্ট্রি ফাইলে ডাবল ক্লিক করবেন এবং ওকে,ওকে প্রেস করবেন এবার আপনার সফ্টওয়্যার টি ফুল ভার্সন হয়ে গেল ব্যাবহার নিয়ে আর কোন ভয় নেই,তবে রেজিষ্ট্রেশন সাকসেস কিনা দেখে নিতে ভুলবেন না কিন্তু,কারন এটা ফ্রি থাকলে দেখবেন এক ভাবে আর যখন রেজিষ্ট্রেশন করবেন তখন দেখবেন আরেক ভাবে যখন রেজিষ্ট্রেশন হবে তখন আপনি নিজেই বুজবেন আশা করি



ইন্সটল শেষে ওপেন করুন এর আইকনে ক্লিক করে

এবং খয়েরী রং এর বক্সে ক্লিক করুন install phone client কে



তারপর যে ফোল্ডার টি আসবে ওখান থেকে . ওপেন করুন এবং ২টি ফাইল পাবেন,আপনার

ফোনে কোন টা সাপোর্ট করবে সেটি কে কপি নিয়ে ফোনে নিয়ে ইন্সটল করে নিন

কোন কোন ফোনে দেখলাম ২ট ছাড়া ইন্সটল হয়না আপনার ক্ষেএে যদি এমন

হয় তাহলে আপনি ২টাকেই একসাথে ফোনে কপি করে নেবেন এবার

১টা বা ২টা লাগুক সমস্যা নেই আর ২টা মিলিয়ে সাইজ মাএ ৯১কেবি



ফোনে ইন্সটল শেষে এই রকম দেখবেন এবং ধরুন আপনার মোবাইল ফোন এখন রেডি বা

তৈরী আপনার পিসি কে কনট্রোল করার জন্য, সিলেক্ট করুন mouse controller,এবং ব্লুটুথ

বা ওয়াইফাই কে আগে থেকে সক্রিয় করে নেবেন ফোন এবং ল্যাপটপ বা ডেস্কটপ এর



আবার ক্লিক করুন Settings কে এবং

আপনি ব্লুটুথ না ওয়াইফাই দ্বারা নিয়ন্ত্রন করতে চান সেটা সিলেক্ট করে ওকে দিন এখানে যদি

সার্ভিস পাস কোড চায় তাহলে এখানে যাহা দেখবেন মোবাইল তাহা দেবেন



ক্লিক করুন Connect From Pc এবার ক্লিক করুন Select Phone এবং সার্চ করুন,পূর্বে

আপনি যে ফোনে এই সফটওয়্যার ইন্সটল করেছেন অবশ্যই সেই ফোনের ব্লুটুথ অন করে

রাখবেন এবং কিছু সেকেন্ড এর মধ্যে আপনার ফোন কে দেখতে পাবেন এখানে এবার সিলেক্ট

ফোন, দেখুন সফটওয়ারটি তে দেখবেন Nokia0000…Connected এবার ফোন থেকে-

(( কানেক্ট যদি না হয় তাহলে ফোনে ব্লুটুথ কে সার্চ দেবেন এবং পিসিতে সিলেক্ট ফোন কে

ক্লিক করে -টাকে এক সাথে সার্চ করাবেন মাস্ট কানেক্ট হবে ইউথ ইন ১০সেকেন্ড))

-Mouse Controller কে ফ্রেশ করা মাএই দেখবেন যাদুরমত আপনার মনিটর স্কিন কে দেখা

যাচ্ছে আপনার মোবাইল স্কিনে এবার ফোন এর কনট্রোল ফাংশান কে একটু এদিক ওদিক

ঘুরিয়ে দেখুন আর লক্ষ্য করুন পিসির কনট্রোল মাউস এর প্রতি সে আপনার ইশারায়

কাজ করছে কিনা



যারা ডেস্কটপে এর ব্যাবহার করতে চান আপনাকে অবশ্যই এক্সটা ব্লু টুথ ডুংগল দিয়ে

এটা ব্যাবহার করতে হবে,অন্যথায় সম্ভব নয়, এবং ল্যাপটপ ব্যাবহার কারিদের কোন

কিছুর প্রয়োজন নেই কারন ল্যাপ্টপে ব্লু টুথ এবং ওয়াইফাই ২টিই থাকে,কোন কোন

পুরনো ল্যাপটপে আবার থাকেও না সে ক্ষেএে ডুংগল জরুরি

অনেকেই বলে থাকেন ভাই কাম করেনা কি সফটওয়্যার দিলেন এইডা ফ্রি ভুয়া ইত্যাদি ?????

তো সেটা দেখানোর জন্য এই স্কিন সর্ট দিলাম আপনারা যদি সঠিক ভাবে কাজ করতে না

পারেন তার জন্য আমি দায়ী থাকবো কেন , এই সফটওয়্যার টি আমি যে ভাবে বলছি এই ভাবে

করে দেখুন এবং ক্লিক করুন দেখার জন্য purchase এর মাজে দেখুন ফুল ভার্সন কিনা

সফটওয়্যার ডাউনলোড করার জন্য ক্লিক করুন এখানে

সাইজ মাএ .২৯ এমবি

এবং একি সাথে ৩টা ফাইল আছে ১টা হল সফটওয়্যার আরেকটা ইংলিশ ব্যাবহার নির্দেশিকা

এবং অন্য টি হল রেজিস্টার করার জন্য

আপনাদের কমেন্ট পেলে আরও ভাল কিছু উপহার দেব ইনশাআল্লাহ্‌…

আমি অনেক দ্রুত ভাবে এর কাজ সম্পন্ন করেছি তাই ভুল হলে দুঃখিত

ভাল থাকুন,এবং ভাল কাজ করুন

আল্লাহ্হাফিজ

ফি আমানিল্লাহ

>>> মিয়াজী <<<

 

সত্যি বললাম এটি একটি অসাধারণ গেম


লিখেছেনঃ bissanth roy



আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আগেই বলে দি আমি একজন গেমের পাগল পশুদিন আমার বন্ধু আতিয়াব (একজন গেমার)আমাকে বললতুই sleeping dogs খেলসসআমি বলি এটা আবার কেমন গেমের নাম? আমি বললাম না আমি খেলি নাই তখন আমাকে বলল এটা খুব নতুন গেম মাত্র সপ্তাহ হল রিলিস হইসে বাংলাদেশে সব জাগায় এখনও পাওয়া জায় না , বল্য আমার নিকি ডাউনলোড করে খেলে দেখা দরকার।তাহলে শুরু করলাম ডাউনলোড ডাউনলোড হয়ার পর যখন খেললাম। মাশাআল্লাহ কি গেম আমি বলে বুঝাতে পারব না গেম টি যে কি মজার আর কি বলব আপনি ডাউনলোড করার জন্য এই লিঙ্ক যানঃ http://www.mediafire.com/?h6272zth4slxoj2

এখান থেকে টরেন্ট ফাইল টি ডাউনলোড করুন এবং utorrent দিয়ে গেম টি আবার ডাউনলোড করুন ডাউনলোড হয়ে গেলে সেটআপ ফাইল রান করুন আর ইন্সটল করে খেলুন গেম তির কাহানি হল আমি একজন গুন্ডা তবে আপনি এগুল থেকে বের হতে ছান তাই আপনাকে রাস্তা করে নিতে হবে এখান থেকে বের হওয়ার। আমি নিছে গেমটির কিছু স্ক্রীনশট দিচ্ছিঃ















গেম টির requirements হলঃ

Minimum requirements:

• OS: Windows Vista or Windows 7
• Processor: Core 2 Duo 2.0 GHz or Althon X2 2.4 GHz
• RAM: 2GB
• Graphic card: DirectX 10 or 11 compatible Nvidia or AMD ATI card, ATI Radeon 3870 or higher, Nvidia GeForce 8800 GT or higher
• Graphics card memory: 512 MB
• Sound card: DirectX compatible sound card
• Hard drive: 15 GB

Recommended system requirements:

• OS: Windows 7 64-bit
• Processor: Quad-core Intel or AMD CPU
• RAM: 4GB
• Graphics card: DirectX 11 Nvidia or AMD ATI card, Nvidia GeForce GTX 560 or ATI Radeon 6950
• Graphics card memory: 1 GB
• Sound card: DirectX compatible sound card
• Hard drive: 15 GB

Advanced PC Features:

• Nvidia 3D Support
• Nvidia Multi Screen Monitor Support
• AMD EyeFinity Multi-Monitor Gold Status Support
• Window and Full Screen Mode Support
• Benchmark Mode

DirectX11 Specific Features:

• Contact hardening shadows
• HD-AO
• Use of Direct Compute

Performance Enhancements:

• Enhanced Performance on Dual Core and Quad Core Processors
• Enhanced Performance on Nvidia SLi
• Enhanced Performance on AMD Crossfire

Mouse, Keyboard, and Controller Support:

• Xbox 360 Controller Support
• Keyboard and Mouse Support including Key Remapping
• Auto Pad, Mouse and Keyboard Switching

Advanced PC Graphic Features:

• Increased Small Object Detail
• High Resolution Texture Support
• High Resolution Shadows
• High Quality Shadow Filters
• Soft Particles
• High Quality SSAO (Screen Space Ambient Occlusion)
• High Quality Motion Blur
• Super Sample Anti-Aliasing

Steamworks Features Supported:

• DLC Support
• Achievements
• Auto Patching
• Pre-Download
• Store Save Games to the Cloud
• Player to Player Chat

ধন্যবাদ

 

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

আপনার মোবাইলফোনে যুক্ত করুন ‘কম্পাস’ !!

আপনার মোবাইলফোনে যুক্ত করুন ‘কম্পাস’ !!

লিখেছেনঃ bissanath roy, rosulpur news
Compass 4.1 ->

কম্পাস” – নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন এর কাজ কী?

আপনারা নিশ্চই পকেটে কম্পাস নিয়ে বাড়ি থেকে বের হন’না। কিন্তু এমন যদি হয় যে আপনার মোবাইল ফোন কম্পাসের কাজ করবে? হ্যা’ আজকে আপনার মোবাইল ফোনের জন্য এমনই একটি অ্যাপের লিংক শেয়ার করবো যেটি আপনাকে north pole নির্দেশ করবে।


ডাউনলোডবিধিঃ

* লিংকে ক্লিক করার পরে নতুন খোলা পেজে আপনি আপনার মোবাইলের ব্রান্ড এবং মডেল নম্বর সংশ্লিষ্ট ঘরে নির্বাচন করুন।

* এরপর ডাউনলোডে ক্লিক করে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করুন। (JavaScript & Images loading option must be enabled)

অতিরিক্ত সংযোজনঃ

*License : Freeware

* Price : Free

*System : Java, Android

*Publisher: qcontinuum.org

ডাউনলোড লিংকঃ

*লিংক ১

*লিংক ২

ব্যাবহার প্রনালীঃ

* Application চালু করার পর সেটি আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে। ঘাবড়াবেন না, কঠিন কিছু নয় বা আপনার নিকট ডিরেকশন চাইবে না। স্রেফ সাধারণ কিছু তথ্য যেমনঃ আপনি ডে লাইট সেভিংসে কি’না এমন দু’একটি প্রশ্ন।

* তথ্যগুলো সঠিক ভাবে দেবার পর আপনার হাতে থাকা ফোনের পর্দায় কম্পাসের চিত্র ভেসে উঠবে।

* দ্বিতীয় লিংকে থাকা app চালাতে ইন্টারনেট সংযোগের প্রয়জন পড়বে।

সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

শুভ শারদীয় শুভেচ্ছা

                                                                শুভ শারদীয় শুভেচ্ছা
সচ্ছে  ২০ অক্টোবর ২০১২, শনিবার দূর্গাপূজা(ষষ্ঠী) । তার আগে ১৫ অক্টোবর ২০১২, সোমবার মহালয়া । আর সেদিন থেকে শুরু হয়ে যায় পূজোর  আমেজ।আর পুজোতে আনন্দ, বিনোদন থাকবে না তা কখনো কি হয় তাই পূজোর গানের Albam নিয়ে এসেছি আপনাদের জন্য। Albam গুলো পেয়ে যাবেন  Puja Album (2012) তে।
                                 


                                                                   আমাদের  উৎসব



১৫ অক্টোবর ২০১২, সোমবার  মহালয়া
২০ অক্টোবর ২০১২, শনিবার ষষ্ঠী
২১ অক্টোবর ২০১২, রবিবার সপ্তমী
২২ অক্টোবর ২০১২, সোমবর অষ্টমী
২৩ অক্টোবর ২০১২, মঙ্গলবার নবমী
 ২৪ অক্টোবর ২০১২, বুধবার দশমী


 

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

cricket
এ game টি খেলতে Criket Challenge

বাংলা

বাংলা
এখন থেকে বাংলায় blog করা অথবা মেল করা , খুবই সহজ শুধু অভ্র বাংলা download করে install করতে হবে। এছারা এইখান থেকে Bengali font download করে নিতে হবে । font download হয়ে গেলে just copy করুন এবং C:\WINDOWS এ font খুলে সেখানে pest করুন ।