মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪
লিনাক্সে সফটওয়্যার ইন্সটলের সম্পুর্ন টিটোরিয়াল
কেউ কেউ মনে করে থেকেন লিনাক্সে সফটওয়্যার ইন্সটল করা না জানি কত কঠিন!
এই ভয়ে অনেকেই লিনাক্স ব্যাবহার করার আগ্রহ হারিয়ে ফেলেন। এইবার দেখুন
আসলে এটা কত সহজ। লিনাক্সের নতুন ব্যাবহারকারিরা সফটয়্যার ইন্সটলের
ক্ষেত্রে যামেলায় পরে যান। আর যামেলা নয় এইবার আমি এসে গেছি তাদের জন্য.


তারপর ডান পাশ থেকে ইন্সটল বাটনে ক্লিক করে পাসওয়ার্ড দিন
তাহলেই হয়ে যাবে আপনার সফটয়্যারটি ইন্সটল। দেখলেন কত্ত সহজ!
ব্যাস! হয়ে গেল ইন্সটল...... ভাবছেন কঠিন লাগছে? আসলে কয়েকবার চেস্টা করলেই পারবেন।
Username এর জায়গায় লিখুনঃ root তারপর রুট পাসওয়র্ড দিন। এখন লগিন
করুন। এখন যে ডেস্কটপ দেখতেছেন সেটি root ব্যাবহারকারির ডেস্কটপ। এই
ব্যাবহারকারি সম্পুর্ন সিস্টেম নিয়ন্ত্রন করার ক্ষমতা রাখে। টার্মিনাল
ওপেন করুন। যেখানে আপনার ফাইলটি আসে সেখানে যান, ধরি ডেস্কটপঃ cd Desktop তারপর লিখুন ./YourFileName.runহয়েগেল ইন্সটল!
উবুন্টু সফটওয়্যার সেন্টার থেকে ইন্সটল :
দুনিয়ার সবথেকে সহজ সিস্টেম এইটা। প্রথমে Ubuntu সফটওয়্যার সেন্টারে যান এবং আপনার দরকারি সফটওয়্যারটা খুজে বের করুন।তারপর ডান পাশ থেকে ইন্সটল বাটনে ক্লিক করে পাসওয়ার্ড দিন
সোর্স(Source) থেকে ইন্সটল
এইটা একটু কঠিন লাগতে পারে কিন্তু কয়েকবার ইন্সটল করলেই সহজ হয়ে যাবে। লিনাক্সের সফটওয়্যারের সোর্সগুলো হয় সাধারনত ".tar.gz", ".tar.bz2", অথবা ".zip" ফাইল। সুতারাং আমরা দেখব কিভাবে ".tar.gz", ".tar.bz2", ".zip" এক্সটেনশনের ফাইল থেকে সফটয়্যার ইন্সটল করতে হয়। টার্মিনাল ওপেন করুন, তারপর যে ফোল্ডারে ফাইলটা রাখছেন সেইখানে যান টার্মিনালের মাধম্যে। ধরি, আমরা ফাইলটি ডেস্কটপে আছে। তাহলে টার্মিনালে লিখুনঃ cd Desktop এখানে একটা বিষয় লক্ষ্য রাখা জরুরি, desktop আর Desktop কিন্তু এক নয়। টার্মিনাল কিন্তু কেস সেনসিটিভ। সুতারাং Capital Latter এবং Small Latter এর দিকে খেয়াল রাখা উচিত। এখন আমরা আমাদের tar.gz এক্সটনশনের ফাইলটি এক্সট্রাক(Extract) করব। তাহলে লিখতে হবে tar.gz এর জন্য লিখতে হবেঃ tar -zxvf filename filename এর যায়গায় আপনার কাঙ্খিত ফাইল্টির নাম দিবেন। tar.bz2 এর জন্য লিখতে হবে। tar -jxvf filename এবং zip ফাইলের জন্য unzip filename ব্যাস, আমরা এক্সট্রাক্ট করে ফেললাম! এবার নতুন একটা ফোল্ডার হয়েছে। সেই ফোল্ডারে যেতে হবে। এর জন্য লিখুনঃ lsএই কমান্ডির মাধম্য আমরা ফাইল এবং ফোল্ডারের নাম দেখতে পাব। এখন দেখুন নতুন ফোল্ডারটির নাম কি। তারপর লিখুনঃ
cd NewFolderName
আমরা
নতুন ডাইরেক্টরিতে প্রবেশ করলাম। দেখে নিতে পারেন নতুন ফোল্ডারের মধ্য যে
README ফাইল্টা আছে। সেখানেই সাধারনত লেখা থাকে কিভাবে ইন্সটল করতে হবে।
যাহোক, এর পর আমাদের প্রথম কাজ হবে ইন্সটলেশন Configure করা। এর জন্য
লিখুনঃ ./configure এর পরবর্তি ধাপ হবে কম্পাইল করা। লিখুনঃ make
এই কমান্ডি সাধারনত makefile টা কম্পাইল করে থাকে। যদি makefile নামে
কোন ফাইল না থাকে তাহলে এরর মেসেজ আসতে পারে। এরপরের এবং শেষ ধাপ হবে
ইন্সটল করা। এর জন্য আপনাকে 'root' ব্যবারার করি হতে হবে। রুট এর জন্য
লিখুনঃ su এর পর রুট পাসওয়র্ড দিন। এরপর লিখুনঃ make installব্যাস! হয়ে গেল ইন্সটল...... ভাবছেন কঠিন লাগছে? আসলে কয়েকবার চেস্টা করলেই পারবেন।
APT-GET থেকে ইন্সটল
APT এর পুর্ন নাম হলঃ Advance Packaging Tool খুব সুন্দর একটি প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ধরি আমরা apt-get দিয়ে firefox ইন্সটল করব। তাহলে আমদের টার্মিনাল ওপেন করে লিখতে হবে apt-get install firefox আনইন্সটল অথবা রিমুভ করতে apt-get remove firefox apt-get এর অনেক ব্যাবহার আছে। যা পরের কোন টিটোরিয়ালে দেখা যাবে। আপাতত এইটুকু সাধারন জ্ঞান থাকলেই চলবে। :pslackware প্যাকেজ থেকে ইন্সটলঃ
____________________________- slackware প্যাকেজ সাধারনত tgz ফরম্যাটে থাকে। এই প্যাকেজ থেকে সফটওয়্যার ইন্সটল করতে হলে আপনাকে রুট মুডে কমান্ড লিখতে হবে। সুতারাং লিখুনঃ su তারপর রুট পাসওয়র্ড দিন। তারপর লিখুনঃ installpkg <packagename.tgz> সফটওয়্যার আনইন্সটল করতেঃ removepkg <packagename>বাইনারি ফাইল থেকে সফটওয়্যার ইন্সটল
বাইনারি ফাইলগুলো সাধারনত .BIN/.SH ফরম্যাটে হয়ে থাকে। .BIN ফাইলের জন্যঃ টার্মিনাল ওপেন করুন এবং কাঙ্খিত ডাইরেক্টরিতে প্রবেশ করুন। এখন আমরা ফাইলটির পার্মিশন চেঞ্জ করব। এর জন্য লিখুনঃ chmod +x NameOfYourFile.bin এর পর লিখুনঃ ./NameOfYourFile.bin ব্যাস হয়েগেল ইন্সটল! .SH ফাইলের জন্য আগের মত পারমিশন পরিবর্তন করুন। chmod +x NameOfYourFile.sh তারপর লিখুনঃ sh NameOfYourFile.shশেষ!.package ফরম্যাটের ফাইল থেকে সফটওয়্যার ইন্সটল।
টার্মিনাল ওপেন করে যেখানে .package ফাইলটি আসে সেখানে যান। ধরি ডেস্কটপঃ cd Desktop তারপর লিখুন sh nameOfYourPackage.packageহয়ে গেল ইন্সটল!.run ফাইল থেকে ইন্সটল।
এর জন্য আপনাকে Root ব্যাবহারকারি হতে হবে। লগাউট করে
===================================
ধন্যবাদ সবাইকে এত বড় লেখা সময় নিয়ে পরার জন্য।
====================================
BANGLADESH CYBER ARMY
লিনাক্সের জন্য IDM এর সেরা বিকল্প!
লিনাক্সে যেই ব্যাপারগুলি খুব অস্বস্তিকর তা হলঃ
১. MS Office, Photoshop, Foxit pdf editor এর ভাল মানের বিকল্প নেই।
(লিব্রা অফিসে MS Office এর কাজ চলে কিন্তু ফরম্যাট আর এলাইনমেন্ট বদলে যায়, জিম্প আর ফটোশপের তুলনা নাই করলাম)
অনেক ফোরাম ঘুরেছি কিন্তু কাজের কাজ কিছুই হলনা, শেষে কিছু নিজস্ব উপায়ে সমস্যাগুলার সমাধান করেছি)
২. ANSI মুডে বাংলা ফন্টে লিখা যায় না
(এই সমস্যার সমাধান আমার কাছে আছে)
৩. IDM এর বিকল্প নেই।
(আজকের এই পোস্ট IDM এর বিকল্প নিয়ে)
*********************************************
আজ আমি আপনাদের সাথে এমন একটা জিনিষ শেয়ার করবো, যা মনেমনে সব লিনাক্স ইউজাররাই খুঁজে যাচ্ছেন। আর তা হল, IDM এর মত একটা স্বয়ং সম্পুর্ণ ডাউনলোড ম্যানাজার।
সেদিন অফিসে একজন কে লিনাক্স ইন্সটল করে দিলাম, পরদিনই তাঁর প্রশ্ন IDM কই? আমি DTA One click, flareget ইত্যাদির কথা বললাম। তিনি খুশি হলেন না। তাঁর কথা আমি IDM বা তার মত ডাউনলোড ম্যানেজার চাই। নাহয় লিনাক্স বাদ।
কি আর করা, শুরু করলাম মিশন ইম্পসিবল। আর পেয়ে গেলাম একটা ওপেন সোর্স ভিত্তিক কিন্তু IDM এর মত এবং মানের ডাউনলোড ম্যানেজার।
নামঃ XDMAN (Extreme download manager).
অনেকেই হয়তো জানেন, কিংবা ট্রাই করেছেন।
১। প্রথমে ডাউনলোড করে নিনঃ
http://xdman.sourceforge.net/xdman.zip
২। তারপর নিশ্চিত হয়ে নিন আপনার লিনাক্সে জাভা ইন্সটল আছে কিনা। না থাকলে ইন্সটল করে নিন।
৩। এবার ফাইলটি আনজীপ করে ডেস্কটপে রাখুন।
৪। টার্মিনালে CD কমান্ড দিয়ে ডেস্কটপ এর xdman ফোল্ডারটা টেনে টার্মিনালে নিয়ে আসুন।
৫। তারপর এই কমান্ড দিনঃ java -jar xdman.jar
৬। ব্যাস ইন্সটল হয়ে গেল।
৭। এবার XDMAN ফোল্ডার যা আগে ডেস্কটপে রেখেছেন সেখান থেকে Xtreme Download Manager এইনামে যে ফাইল (শর্টকার্ট ফাইল) তা .local/share/application এ পেস্ট করুন। (ফলে আপনার ইন্টারনেট মেনুতে এর লিঙ্ক দেখাবে)
৮। এবার যদি xdman চালু থাকে তবে "Tools/Browser Integration/monitor all browser tab এ গিয়ে Run on startup এবং Advancer brouser integration এ টিক দিন। (যদি চালু না থাকে তবে ইন্টারনেট মেনুতে খুঁজে নিন)
৯। Advancer browser integration এ টিক দিলে কিছু কাজ করতে বলবে তা ফলো করুন।
অর্থাৎ আপনার প্রক্সি সেটিং Automatic করে দিন আর প্রক্সি Address এ লিখুনঃ
http://localhost:9614/proxy.pac
১০। ব্যাস ! হয়ে গেল। লগআউট করে এবার আরামসে IDM এর মজা নিন।
***********************************************************
আর একটি কথা, কোনা Video অনলাইনে চালালে IDM এর মত Video এর সাথে ডাউনলোড বাটন আসবে না, কিন্তু আপনার XDM এ Grabber অপশনে ডাউনলোড লিঙ্ক পাবেন।
*** অন্যান্য সমস্যাগুলা নিয়ে কেউ চাইলে অন্যকোনদিন শেয়ার করব।
বিঃদ্রঃ এই পোষ্ট টি আমি প্রথম করেছিলাম এইখানেঃ
(বিস্তারিত স্ক্রীনশট সহ সেখানে পাবেন, টিটি তে কেন যেন ইমেজগুলি দেখাচ্ছে নাই তাই স্ক্রীনশট দিলামনা)
http://forum.linuxdesh.org/thread-1765.html
আপডেটঃ
কিভাবে জাভা ইন্সটল করবেনঃ
১. MS Office, Photoshop, Foxit pdf editor এর ভাল মানের বিকল্প নেই।
(লিব্রা অফিসে MS Office এর কাজ চলে কিন্তু ফরম্যাট আর এলাইনমেন্ট বদলে যায়, জিম্প আর ফটোশপের তুলনা নাই করলাম)
অনেক ফোরাম ঘুরেছি কিন্তু কাজের কাজ কিছুই হলনা, শেষে কিছু নিজস্ব উপায়ে সমস্যাগুলার সমাধান করেছি)
২. ANSI মুডে বাংলা ফন্টে লিখা যায় না
(এই সমস্যার সমাধান আমার কাছে আছে)
৩. IDM এর বিকল্প নেই।
(আজকের এই পোস্ট IDM এর বিকল্প নিয়ে)
*********************************************
আজ আমি আপনাদের সাথে এমন একটা জিনিষ শেয়ার করবো, যা মনেমনে সব লিনাক্স ইউজাররাই খুঁজে যাচ্ছেন। আর তা হল, IDM এর মত একটা স্বয়ং সম্পুর্ণ ডাউনলোড ম্যানাজার।
সেদিন অফিসে একজন কে লিনাক্স ইন্সটল করে দিলাম, পরদিনই তাঁর প্রশ্ন IDM কই? আমি DTA One click, flareget ইত্যাদির কথা বললাম। তিনি খুশি হলেন না। তাঁর কথা আমি IDM বা তার মত ডাউনলোড ম্যানেজার চাই। নাহয় লিনাক্স বাদ।
কি আর করা, শুরু করলাম মিশন ইম্পসিবল। আর পেয়ে গেলাম একটা ওপেন সোর্স ভিত্তিক কিন্তু IDM এর মত এবং মানের ডাউনলোড ম্যানেজার।
নামঃ XDMAN (Extreme download manager).
অনেকেই হয়তো জানেন, কিংবা ট্রাই করেছেন।
১। প্রথমে ডাউনলোড করে নিনঃ
http://xdman.sourceforge.net/xdman.zip
২। তারপর নিশ্চিত হয়ে নিন আপনার লিনাক্সে জাভা ইন্সটল আছে কিনা। না থাকলে ইন্সটল করে নিন।
৩। এবার ফাইলটি আনজীপ করে ডেস্কটপে রাখুন।
৪। টার্মিনালে CD কমান্ড দিয়ে ডেস্কটপ এর xdman ফোল্ডারটা টেনে টার্মিনালে নিয়ে আসুন।
৫। তারপর এই কমান্ড দিনঃ java -jar xdman.jar
৬। ব্যাস ইন্সটল হয়ে গেল।
৭। এবার XDMAN ফোল্ডার যা আগে ডেস্কটপে রেখেছেন সেখান থেকে Xtreme Download Manager এইনামে যে ফাইল (শর্টকার্ট ফাইল) তা .local/share/application এ পেস্ট করুন। (ফলে আপনার ইন্টারনেট মেনুতে এর লিঙ্ক দেখাবে)
৮। এবার যদি xdman চালু থাকে তবে "Tools/Browser Integration/monitor all browser tab এ গিয়ে Run on startup এবং Advancer brouser integration এ টিক দিন। (যদি চালু না থাকে তবে ইন্টারনেট মেনুতে খুঁজে নিন)
৯। Advancer browser integration এ টিক দিলে কিছু কাজ করতে বলবে তা ফলো করুন।
অর্থাৎ আপনার প্রক্সি সেটিং Automatic করে দিন আর প্রক্সি Address এ লিখুনঃ
http://localhost:9614/proxy.pac
১০। ব্যাস ! হয়ে গেল। লগআউট করে এবার আরামসে IDM এর মজা নিন।
***********************************************************
আর একটি কথা, কোনা Video অনলাইনে চালালে IDM এর মত Video এর সাথে ডাউনলোড বাটন আসবে না, কিন্তু আপনার XDM এ Grabber অপশনে ডাউনলোড লিঙ্ক পাবেন।
*** অন্যান্য সমস্যাগুলা নিয়ে কেউ চাইলে অন্যকোনদিন শেয়ার করব।
বিঃদ্রঃ এই পোষ্ট টি আমি প্রথম করেছিলাম এইখানেঃ
(বিস্তারিত স্ক্রীনশট সহ সেখানে পাবেন, টিটি তে কেন যেন ইমেজগুলি দেখাচ্ছে নাই তাই স্ক্রীনশট দিলামনা)
http://forum.linuxdesh.org/thread-1765.html
আপডেটঃ
কিভাবে জাভা ইন্সটল করবেনঃ
জাভা ইন্সটল না থাকলে এই কমান্ডগুলো দিতে পারেনঃ ১। নীচের কমান্ডগুলা পরপর দিনঃ sudo apt-get purge openjdk* sudo rm /var/lib/dpkg/info/oracle-java7-installer* sudo apt-get purge oracle-java7-installer* sudo rm /etc/apt/sources.list.d/*java* sudo apt-get update ব্যাস আগের সব ভার্শন মুছে গেল। ২। নীচের কমান্ডগুলা পরপর দিনঃ sudo add-apt-repository ppa:webupd8team/java sudo apt-get update sudo apt-get install oracle-java7-installer
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
ভালোবাসা দিবস
ভালোবাসা দিবস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালোবাসা দিবস | |
---|---|
প্রাণজ'স ভ্যালেন্টাইন কার্ড'স
|
|
অপর নাম | সেন্ট ভ্যালেন্টাইন'স ডে ভ্যালেন্টাইন'স |
পালনকারী | অনেক দেশ |
ধরন | খ্রিস্টান, সংস্কৃতি-বিষয়ক |
অর্থ | প্রেমিকদের মাঝে প্রেম এবং অনুরাগের মধ্যে উদযাপন করা হয় |
তারিখ | ১৪ই ফেব্রুয়ারি |
পালন | অভিবাদন কার্ড এবং উপহার পাঠানো, ডেটিং |
সর্ম্পকিত | সেন্ট জজ ডে, সেন্ট মার্টিন ডে, সেন্ট বার্থোলোমিজম ডে, আল সেইন্টম ডে, সেন্ট এন্ড্রু ডে, সেন্ট পযাট্রিক ডে |
ইতিহাস
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন'স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন। খৃষ্টানজগতে পাদ্রী-সাধু সন্তানদের স্মরণ ও কর্মের জন্য এ ধরনের অনেক দিবস রয়েছে। যেমন: ২৩ এপ্রিল - সেন্ট জজ ডে, ১১ নভেম্বর - সেন্ট মার্টিন ডে, ২৪ আগস্ট - সেন্ট বার্থোলোমিজম ডে, ১ নভেম্বর - আল সেইন্টম ডে, ৩০ নভেম্বর - সেন্ট এন্ড্রু ডে, ১৭ মার্চ - সেন্ট পযাট্রিক ডে।পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সবক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য। তাই গির্জা অভ্যন্তরেও মদ্যপানে তারা কসুর করে না। খৃস্টীয় এই ভ্যালেন্টাইন দিবসের চেতনা বিনষ্ট হওয়ায় ১৭৭৬ সালে ফ্রান্স সরকার কর্তৃক ভ্যালেইটাইন উৎসব নিষিদ্ধ হয়। ইংল্যান্ডে ক্ষমতাসীন উৎসব পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন করা থেকে বিরত থাকার জন্যে নিষিদ্ধ ঘোষনা করে। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবস প্রত্যাখ্যাত হয়।
বর্তমানকালে, পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১০০ কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহারসামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে, এবং আনুমানিক প্রায় ২.৫ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।https://www.facebook.com/bissanath
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)